চাকরি হবে! !! চাকরি!!!
যেকোন ধরনের চাকরি,
এম.এ পাস করেছি চাকরি হবে এএএ ! !


দরাজ কন্ঠে ঝাকে ঝাকে লোক ঘুরছে অফিস পাড়ায়,
হাতে একটি ফাইল-আর যত্নে রাখা পোষক,
সবার দারে দারে পৌছে দিচ্ছে নিজের যোগ্যতা,
হরেক রকম যোগ্যতা নিয়ে ঘুরে ফিরছে লক্ষ বেকার,
কাজ চাই কাজ নিজের যোগ্যতা প্রমান করতে হবে।
সমাজের লোকদের জানাতে হবে কি করি এখন,
তাদের ভ্রু কুচকানো আর ভাল লাগেনা,
এত পড়ে কি করলে? ছাত্র বোধহয় সুবিধের ছিলেনা,
সবার চাকরি হয় তোমার,শুধু তোমাই হয়না।
কি করে বোঝাবো বাজার কতটা মন্দা
শেয়ার বাজারের মত হুরহুর করে কমে গেছে শিক্ষার মান,
ঘরে ঘরে নাকি এম.এ বিএ পাস।
আমি কি করেতে পারি বলতে পার,
আমিও পড়েছি একটু সম্মান পাব বলে,
সুন্দর করে বাঁচবো বলে,
বয়স বেরেই চলছে যৌবন যাচ্ছে চলে
বিয়ের কথা তুললেই মানা আগে দরকার আকার আনা,
কত কি হয়ে চলেছে দিনদিন বেকার বেরেই চলেছে
বন্ধুদের সাথে হটাৎ দেখায় সবার শুরু এক কথায়
"কি করছিস এখন? হলোকিছু চাকরি নাকি একই?"
খুজছি চাকরি দারেদারে পুরো দেশ ঘুরে,
কেউকি দেবে সেই সোনার হরিণ আমারে?