এসেছে করোনা থাকো ঘরে,
কাজ কর্ম সব হবে পরে,
বাঁচতে হবে সবাই মিলে,
তাই থেকো একটু দুরে।


হলে কোন গরবর
ছেড়োনা নিজের ঘর
শুনতে হবে ডাক্তার কি বলে,
চলবে সেই নির্দেশ মতে।


ঘরে বসে করো একটু ব্যায়াম,
কাটবে সকল অবসাদ,
খেতে থাকো ভিটামিন সি,
দেখ কদিন হয় কি।


বের হবেনা রাস্তা ঘাটে,
পুলিশ আছে লাঠি হাতে,
নিয়ম নিষ্ঠা মেনে চললে,
করোনা পালাবে ভয় পেয়ে।


যুদ্ধ এবার নতুন রুপে,
প্রকৃতি বিরুপ সব দেশে,
সবই মিলে করবো জয়,
করোনা ভাইরাসএ নয় ভয়।


একটু থেকো দুরে দুরে
শত্রু থাকতে পারে তোমার ভেতরে,
তুমি কি চাও কারোর মৃত্যুর করণ হতে,
তাই মেলাবেনা হাত হাতে হাতে।


সময় উপযোগী নেবো ব্যবস্থা,
জীবনটা নয় এত সস্তা,
করোনাকে করবোনা জীবন দান,
সচেতনতা বাঁচাবে প্রাণ।