জীবনের সারংশটা শুধু শুন্যে ভরা,
পথ পেয়েও হারিয়েছি,খুজতে নামেছি আবার
পথ তবু দুরে মিলেছে কখনো পাইনি ধরবার
প্রতিমুহূর্তে দীর্ঘশ্বাস আবার উঠেছি পরে
প্রতিনিয়ত তোমার অপেক্ষা আমি গিয়েছি দুরে
ভালবেসেছি সবটুকু দিয়ে আমার নেই কিছু আজ
শুন্য আর শুন্যতায় জীবন হাহাকার।


না হোক বাড়ি গাড়ি,না হোক সম্মানী চাকুরি
না আসুক হৃদয় নিংড়ানো ভালবাসা তোমার
কিছুটাতো চাই জীবনে আমার
জীবনের সার্থকতা বুঝাবার জন্য
ছোট্ট একটা চাকুরি আর তোমার স্পর্শ
জীবন করবে ধন্য আমার
আমি হতে চাইনা পথ ভ্রষ্ট।


জীবনের পূর্ণতা,চাই প্রতিটা ধাপে নাহোক
কিছু কিছু সময় সার্থকতা আসুক সাফল্যমণ্ডিত,
তোমার অপেক্ষা পূর্ণতা রুপে আসুক
রেখেযেতে পারিযেন পৃথিবীতে কাছু
আমার নামটা কেউবলুক আমি চলে গেলে
শুন্যতা পূর্ণতা আসুক তুমি বায়ে বসে
কিছুটাতো চাই জীবনের সারংশে এসে।