কি লাভ দুরে থেকে?  
কতটা বদলাতে পারবে আমায়?
কতটা বৈচিত্র্য আনতে পারবে আমার জীবনে?
যদি আমি নিজে না চাই?


আমিতো তোমাকে নিয়ে বেশ ভালই আছি
তোমার ছবি,তোমার কথা মালা
তোমার স্মৃতি চারণ,আর একটু কথা বলা
বেশতো ভালই কাটছে আমার।


কেন তবে না ফেরা?
কেন তবে কথা নাবলা?
কেন সম্পর্ক ছেরার চেষ্টা?
অন্য কাউকে জীবনে আনার চেষ্টা কেন করছ?


তোমার মত কেউ ভাল রাখতে পারবেনা
তোমার মত করে কেউ ভাবতে পাবে না
ভাবাতেউ পারবেনা আমায় আর
জানাতো আছে সবই তোমার।


আমিতো তোমাকে ভালবাসি
আমি তোমার খুব কাছাকাছি
এটা কোন গল্প নয় নয় হেয়ালি পনা
এতো সৃষ্টি কর্তার নিজ হাতে বোনা।


আমি কি বেশি কিছু চেয়েছি?
আমিতো শুধু তোমায় ভালবেসেছি,
আমি কি একা সুখে থাকতে চেয়েছি?
আমি তুমি দুজনেই ভাল থাকতে চেয়েছি।


কেন আমাকে স্বার্থপর বানাচ্ছ?
কেন জন্ম নিয়ে প্রশ্ন করছ?
কেন আমার কষ্টের কারণ হচ্ছ?
কেন সৃষ্টি কর্তার দান নষ্ট করছ?


জবাব তোমার চাইনা আজ
চাই নিজের অধিকার
চাই তোমাকে কাছে পেতে
সুয়োগ চাই ভালবাসবার।


তুলোনাকো দেয়াল দুজনের মাঝে
কোন কিছু রবেনা মৃত্যু যদি আসে
ভয় পাইনা আজ আর নেই কিছু হারাবার
অধিকার চাই তোমাকে ভালবাসার।


থেকোনাকো আর দুরে আমার
গল্পকন্যা তুমি শুধু যে আমার
সময় হয়েছে অধিকার চাইবার
দুজনে একসাথে শান্ত সকাল দেখবার।


চলোনা দুজন হারিয়ে যাই জীবন যেখানে শুরু
নিন্দুকেরা বলুক কথা সময়কে মানি গুরু
এবার আমি যুদ্ধে যাবো শিক্ষা হবে হাতিয়ার
তুমি আমার আমি তোমার এ ভালবাসার অধিকার।