প্রাণের শহর, স্বপ্নের শহর, গল্পের শহর
প্রাচীন শহর,ঐতিহ্যময়ী শহর ময়মনসিংহ।
কত উপমায় উপমায়ীত করবো তোমায়,
তুমি আমার ভাললাগার স্থান,আমার অতীত,
তোমার গল্প যানে রাজা-জমিদার-ঐ ইংরেজরা,
বিশ্বময় ছরিয়ে আছে তোমার গৌরব গাথা,
তুমি বুকে ধারণ করেছ কত জ্ঞানীগুনি,
তাইতো তোমার কথা বিশ্বজুড়ে শুনি।
আমি তোমাতে মুগ্ধ হয়েছি,
আছে আমার মত কত শত,
তোমার বুকেতে স্বপ্ন বুনেছি আমি শত শত
তোমার বুকেতে স্মৃতি বলতে রেখেছি একটু খানি,
তোমাকে আমার উন্নতির সোপান বলেই মেনেছি,
আজকে আমি স্বপ্নদেখি তোমার লয়ে হৃদয়ে,
ময়মনসিংহ তুমি কত কষ্ট রেখেছ লুকিয়ে,
বিভাগীয় শহর হয়েছ কত অবগ্যার পরে,
তোমার কত প্রতিষ্ঠান আছে দেখ বিশ্ব জয় করে,
তোমার বুকেতে মাথা রেখে দেখছি আইনের ধারা,
শত্রু মিত্র সব এখানে এ পারা ও পারে,
হয়তো একদি ইতিহাস খুজবো তোমার কাছে,
আমিও একদিন ইতিহাস হতেচাই তোমায় ভালবেসে।
আমার শহর বেচেথাকুক আরো লাক্ষো বছর,
কত স্বপ্নর গাথুনি হইও অতীত ও বর্তমানের মত,
জীবন তাগিদে জীবিকা  হইও অামার আবেগ যত,
আমার শহর বলতে দিও পুরো জীবনের মত।