অনেক কিছু বদলেছে কিছু সময় হলো
নতুন সময় কঠিন খুব তাও মানতেই হলো।
নীরবতা ভার করেছে আমার সকল কাজে
সব কিছু কেমন যেন লাগে বড্ড বেশি বাজে।


এক টেবিলে খাবার সময় হয়না মা বাবার সাথে
ঘরকোন হয়ে পরে থাকি নিজেই নিজের কাজে।
এক সাথে টিভি দেখা হয়না বসে তোমার ঘরে
কি অপরাধ করেছি বাবা আমায় দিলে পর করে?


হিসেব তোমার কে দেখে আজ
কেইবা মাপে উচ্চ রক্ত চাপ
বাবা বলে কেছুটে যায় বাজার থেকে এলে
দুষ্ট ছিলাম বলেই কি স্নেহ আদরের ভাগ করলে।


আমার ঘরটায় আস নাতো আজ কাল
বলতেই ভুলে গেল "ঘর গোছাতে পারিসনা একবার"
সিগারেটের ধোয়ায় ভরা থাকে ঘরটা
সিগারেট নয় ধুকে ধুকে পুরছে আমার মনটা।


আমি কিন্তু নীরব হয়েছি বহু কষ্ট বুকে নিয়ে
তুমি কিন্তু সবই জানতে চাওনি শুধু মানতে।
তোমার স্নেহে ভাগ হবে পারিনি আমি কখনো মানতে
আমারও এক জগৎ আছে তাও তুমি জানতে।


আমি তোমার আদর্শে বড় হয়েছি বাবা
পারিনি তোমায় কখনো ছারতে,
কিন্তু এমন এক পরিস্থিতি সামনে এনেছ
আমি অামার মাঝেই পালাচ্ছি একাকীত্বে।


নীবর হয়ছি বাবা জানিনা কি তত্ত্বে
তোমার মন্ত্র ধ্বনি সবসময় বাজবে আছি যতদিন মর্ত্যে।
দোষ না করেও দোষী হয়েছে
নীরবতা কে প্রতিবাদ ভেবেছি তবুও বেঁচে আছি।