সবার চোখকে ফাকি দিয়ে
ভালো আছি, ভালো আছি বলে যাই,
আমি কিন্তু সত্যি কারের ভালো নেই,
রাত গুলো আমার কষ্টের সাথী হয়ে রয়ে যায়,
অনেক রাত এভাবে নির্ঘুম কেটে যায়,
আমি আধারের মাঝে খুঁজে ফিরি অন্য জগৎ,
আমারও ইচ্ছে হয় আমারও মন চায়
কারো দীর্ঘশ্বাস আমার কাঁধে পরুক,
কারোর গাঁয়ের গন্ধে ঘুম আসুক,
কারো নরম স্পর্শে ভোর আসুক,
প্রতিটা রাত এভাবেই অপেক্ষায় কাটে,
মুখে বলে বেড়াই ভালো আছি,
আমি কিন্তু সত্যি কারের ভালো নেই।


ভোর আসে সবাই কাজের প্রস্তুতি নেয়,
আমি বিছানায় মুখ গুজে থাকি,
আমার কোন রকম কাজ কর্ম নেই,
সবার থেকে নিজেকে আড়াল করি,
কি কাজ করি জবাব দিতে আর ভালো লাগেনা,
বেকারত্বটা আজ বোঝা হয়ে গেছে,
আমি যেন সবার অকাজের পাত্র,
হেলায় ফেলায় সবাই আমাকে ব্যবহার করে,
আমার ও ইচ্ছে হয় আমারও মন চায়,
আমার একটা অফিস থাকুক,
আমার একটা পরিচয় হয়ে উঠুক,
কই শত চেষ্টাতেও আমি তো পারছিনা,
কষ্টে মাথা নিচু হয়ে যায়,আমি ভালো নেই।


সবার প্রেমিকারা ঘন্টার পর ঘন্টা কথা বলে,
আমার গল্পকন্যা অন্যকারো সংসার করে,
আমি কিছু করতে পারিনি বলে,
অনেক আগেই সঠিক মানুষ খুজে নিয়েছে,
হয়তো বুঝেই গিয়েছিলো আমার কিচ্ছু হবেনা,
কিন্তু আমার ও ইচ্ছে হয়,আমারও মন চায়,
আমার গল্পকন্যার সাথে গল্প করি,
ওর কোলে মাথা রেখে ঘুমিয়ে যাই,
গল্পকন্যকে নিয়ে অনেক দুরে ঘুরতে যাই,
বার বার ওর নামটা ধরে ডাকি,
আমার ইচ্ছে গুলো ইচ্ছেই রয়ে গেলো,
স্বপ্নগুলো অনেক আগেই মরেগেছে
আমি বেচে আছি কিন্তু ভালো নেই।