কখনো তোমার সামনে আমার অধিকার নিয়ে আসিনি,
কখনো জোর গলায় আমার আধিকার নামা তুলে ধরিনি,
কখনো তোমার উপর অধিকার ফলাতে আসিনি,
তাই হয়তো তোমার থেকে আমি বহু দুরে,
আমারোতো ইচ্ছে হয় তোমাকে স্পর্শ করার,
তোমার পাসে তোমার হাত ধরে বসার,
তোমার জন্মদিনে শুভেচ্ছা উপহার দেবার।


আমারোতো ইচ্ছে হয় তোমার পাসে থাকার,
তোমার হাতের রেশমি চুরি পড়াবার,
ইচ্ছে করে তোমার হাতের চুরির শব্দে মন ভরাবার,
তোমার কানের সোনার দুল পড়াবার
তোমার নাক ফুলের উজ্জলতা দেখবার,
তোমার চুলের মুগ্ধতা দেখবার ইচ্ছে হয়তো আমার,
পূজোয় তোমায় নিয়ে ঘুরতে ইচ্ছে আমারোতো হয়।


আমার অধিকার আছে তোমার সুভাষ নেবার,
আমারও অধিকার আছে তোমার নখের আঁচর নেবার
তোমার সাথে রাত ভর গল্প করার কথা ছিলো,
পায়ে পা রেখে চলার ইচ্ছে আমারও ছিলো,
তোমার খোপায় বেলি ফুল আমিই দিবো,
তোমার হাতের রান্না আমি শুধু আমি খাবো,
তুমি শুধু আমার, আগে ও পরে শুধুই আমার।


অধিকার চাইনি বলে কি কিছুই পাবোনা?
আমি আমার ভলবাসার প্রতিদান চাইনা,
আমার অধিকার পুরোটা আমি চাই,
তুমি আমার ছিলে আমার আছ আমারই হবে,
আমি নির্বোধ - পাগল- বা উন্মাদ নই,
আমি আমার অধিকারের বেলায় সচেষ্ট,
অামি আমার অধিকার পুরোটাই চাই এবার।