কতটা দিন ফোন করনা,
হয় না কথা কোন,
তোমার জন্য কিছু সময়
রাখি সময় করে এখনো,
অপেক্ষায় থাকতে থাকতে
সময় বেরেই চলে শুধু,
তোমার ফোন আসেনা কভু,
রাতজেগে ভোর হয় ডাকে আবার পাখি,
তুমিকি সব ভুলেছ আমি কতটা একাকি,
চায়ের কাপে ঝর উঠেনা,
ফোনটা আর চার্জে বসেনা,
নিয়ম হয়না কিছু আজ কাল,
একটা সময় ভাবতাম কখন হবে বিকাল,
ফোন কম্পানি কলচার্জ বাড়িয়েছে
তুমিও কমিয়েছ কথা
ফোনটা বেকার নিজের কাছে রাখা,
মাঝ রাতে রিংটোন এখনো বন্ধ থাকে,
তুমি যদি ফোন কর শত কাজের ফাকে,
তোমার ছবি তোমার কথা রইল শুধু পরে,
তুমি কত কাছে ছিলে আজ কত দুরে,
তোমার বার্তা গুলি আগের মতই খুলি,
আমার মুখ থেকে আসে সেই পুরোনো বুলি,
সবকিছু ঠিকঠাক রাখবে হয়তো সময়
তোমার কথা মনে হলো জীবন হয় বিষাদময়।
পারনাকি তুমি ফিরতে আবারও সেই দিনে,
আমি নাহয় কিছু কথাই বলতাম ফোনে।
আমাদের ফোন আলাপে হয়তো পায় কেউ কষ্ট,
তুমি আমি এক আত্মা শরীরটাই শুধু ভিন্য।