তোমার অধিকারে দেবোনাকো ভাগ
তাই আমার এ ভিন্য প্রতিবাদ,


এক সাথে ভাত খেতে পারিনি বলে
রান্নার আইটেম থেকে আনেক কিছু বাদ,
এক খাটে থাকতে পারবোনা তাই
সোজাসোজি শোয়াই বাদ,
তোমার হাতে ঘর গোছানো হবেনা বলে
এলোমেলো আমার সংসার,
জীবন পথে একসাথে হাটবোনা বলে
সেরকম স্বপ্ন দেখাই বাদ,
আমার টাকায় তোমার অধিকার নেই বলে
তা মুল্যহিন মনে হয় আমার,
ভোর হতেই তোমার ব্যস্ততা
তাই ভোর হবার আগেই উঠা,
সপ্তাহে তিনটা রাত কষ্টের নদী বয়ে যায়
তাই রাতে ঘুম নাহি মোর পায়,
হটৎ যখন খুব শ্বাসকষ্ট পায়
সিগারেটের আগুনে মনের কষ্ট পুরাই,
যদি কেউ আমার থাকার ঘর দেখতে চায়
তাই আগোছালো নোংরা করে রাখি তায়,
কষ্ট যখন খুব বেশি আকরে ধরে আমার
গোফ দাড়িতে নিজেকে লুকাই,
আমার ঘরে তুমি নেই ছবি হয়ে আছ
আজোকি তুমি আগের মত আমায় ভালবাস,
কিছু কিছু প্রিয় বাদরাখছি জীবনে আমার,
সব সময় যাতে মনে পরেতোমায়,
এ এক ভিন্যরুপে ভালবাসা বাঁচিয়েরাখা
প্রতিবাদের আরালে তোমাকে খোজা।