প্রতিবাদী রুপে এক নতুন আবির্ভাব
প্রতিনিয়ত যুদ্ধ চলে
চাই আমার অধিকার,
আমি কেন এখানে নেই,
আমার কাজে কেন বাধা,
চলছে এমন কতকত কথা,
নিজের লোকের সাথেই বাকবিতণ্ডা
সব সময় নিজেকে নিয়ে চিন্তা
আমি যেন ভিন্য এক যন্ত্র
প্রতিনিয়ত চলছি অধিকারের জন্য
কেন আমি এমন হলাম?
সুশিক্ষায় শিক্ষিত হয় কি এই পেলাম?
নাকি ভুলের স্বর্গ গড়লাম
নিজেকে প্রশ্নবিদ্ধ  করলাম
সব হারিয়ে প্রতিবাদী হলাম
প্রতিবাদে নিজেকে জড়ালাম।