স্বপ্ন আর প্রতিশ্রুতি মাখা সে রাত
হয়তো স্বপ্নের মতই এসেছিলো হাটাৎ,
আমি নিজেও অবাক হয়েছিলাম
যাচেয়েছি তার থেকে বেশি পেলাম,
নিজেকে নিজে নতুন রুপে আবিস্কার করলাম
দ্বায়িত্ব আর দায়বোধে নিজেকে জরালাম
নতুন করে একটা পরিচয় নিজে গরলাম
আমি যেন খুজে পেলাম মনের মত মন
আমাকে স্বপ্নে ভাসিয়ে রাখলো সারাটা ক্ষন
নিজেকে নিজে ছারিয়ে যাবার ঘোরে যখন
ভাগ্যদেবী আমার নিজের কাছে তখন,
পড়াশোনা চাকুরি দুই এক সাথে
তোমার হাত ধরার স্বপ্নে গড়ার পথে,
সেই রাতে তোমার বলাগুলো আজো কানে বাজে,
"এগুলো নাম যদি প্রেম হয় আমি তোমার সাথে,
এর নাম হয় যদি ভালবাসা আমি ও সে পথে,
আমি তোমায় ভালবাসি হৃদয়ের প্রয়াসে"
কি মুগ্ধই না হয়েছিলাম আমি সে রাতে,
ভোর দেখেছি দুজনে এক সাথে,
নতুন এক গল্প শুরু হয়েছিলে সময়,
ভোরটা যেন কেমন লাগছিল ভালবাসা ময়,
আয়নার নিজেকে খুজেছি দেখতাম বারবার,
আমের পাসে তুমিও আছ কল্পনা ছিল আমার,
কত কথা কত কিছু ফেক্সিলোডের নিতাম পিছু,
দিনের মাঝে কয়েকবার মজনু কাকার সাক্ষাত,
এভাই নাম্বার মুখস্থ হয় তার আমি যাই বারবার,
ইচ্ছে হলেই রাতভর কথা একসাথে ভোর দেখা,
কত কিছু উদযাপন হতো লাগতোনা কারণ,
দেওয়া নেওয়া হতো দিনের কাজের বিবরণ
শুক্রবার খুজতাম শুধু আসেতোনা তারা তারি,
সেদিন কথা চলতো পুরো দিন ভরি,
কর্মক্ষেত্রে সময় খুজতাম একটু ফোন দেবার,
বড়কর্তা শোকজ করলো কয়েক বার,
পরীক্ষার প্রথম বিভাগ এলো তোমার হাত ধরে,
তুমি কত রাত জেগেছ আমি পড়ছি বলে,
তোমার কত উপোষ দিন গেছে আমি পরীক্ষার হলে,
কত উৎসাহ দিতে ছলে বলে কৌশলে,
তর তর করে বাড়তে থাকে আমার স্বপ্ন জাল,
কখন যে এভাবে হলো আমাদের প্রেমের বিকাল,
আমি হয়তো হেয়ালি একটু ছিলাম বেশি,
তোমার কত কথাতে হতাম কত খুশি,
তোমার কত স্বপ্ন আমি আজো ভাসি,
দেখতে দেখতে সময় হলো,
চারটি বছর পরে তুমি অন্যকারো ঘরে,
আমি কিন্তু তোমনই আছি যেমন আগে ছিলাম,
স্বপ্ন গুলো বিক্রি করে শুধু কষ্ট কিনলাম,
আজো আমি প্রতিক্ষা করি সেই দিনের জন্য,
যে দিন গুলো স্বপ্ন আর প্রতিশ্রুতি জরানো ।