বাবা সুশান্ত,
আমি তোকে জন্ম দিতে পারলাম না,
তোর মুখে বাবা ডাক আমার শোনা হলোনা,
বিশ্বাস কর বাবা তোকে আমি আনতো চেয়াছি,
খুব করে চেয়েছি তোর বাবা হতে,
আমি তো হেরে গেছি রে বাপ,
দেখ আমি আর কারো বাবা হবোনারে,
আমি তো শুধু তোর বাবা,
কেউ কখনো আমার আর বাবা ডাকবেনা,
তোর অনাগত ভবিষ্যতে আমি তোর পাসে থাকবোনা,
হয়তো কখনই তুই বুঝবিনা আমি তোর কে?


বাপরে,
আমার সাধ্য আর ভাগ্য আমাকে দুরে ঠেলেছে,
তুই কখনো আমার অভাব বুঝবিনা,
যদি বুঝতে পারিস ক্ষমাকরে দিস,
তোর বাবা হওয়া হলোনা,
তোরে বটের ছায়া দিতে পারলাম না,
আমি তো বটগাছ হতেই পারিনি,
তোর চলার পথে তোর হাত ধরা হলোনা,
আমি আছি বলে তোকে এগিয়ে দেওয়া হলোনা,
আমি আশির্বাদ তোর পাসে থাকবে,
আজো যে তোর নামে পুজো দিয়েছি,
আমিতো মনে প্রানে তোর বাবা,


বাপরে,
তোর মা খুব ভালোরে
তোর কপালে কলঙ্ক আকতে চায়নি,
চায়নি কখনো তোর দিকে কেউ আঙ্গুল তুলুক,
অনেকটা কষ্ট নিয়ে তোকে এনেছে,
জানিস বাপ,
আমাকে কোন কথা বলেনি,
তাই হয়তো তোর বাবা হওয়া হয়নি,
আমার কোন অভিযোগ নেই তার উপর,
আমি তো অপারগ,
মাকে দেখে রাখবি সবসময়,
কোন কষ্ট আসতে দিবিনা মাকে,
আমার কাজটা করে দিস বাপ।


বাবা সুশান্ত
ভালো থাকিস সব সময়,