কিছু সত্য,
যা আমার জানার মাঝেও অজানা,
আমার চেনার মাঝেও অচেনা,
আমার দেখার মাঝেও অদেখা,
যা আমার কল্পনার আকাশ,
যা আমাদের ভবিষ্যতের পরিচয়,
আমার নিরব অবচেতন মনে
আমাদের পরিচয় খোজার ইচ্ছে,
যা কেবল একটা রুপেই হতেপারে
যা কেবল একটা সম্পর্কেই হয়ে থাকে,
এটা গোটা পরিবার কে ধরে থাকে,
নিজের নিজস্বতা বজায় রাখে।


এমনি এক সত্য,
যার থেকে আমি পালাচ্ছি,
দুরে বহুদুরে হারাচ্ছি,
তোমাদের চোখের অন্তরাল হচ্ছি,
একটা চেনা গন্ডি পেরুচ্ছি,
সত্যের ভয়ে ভিতু আমি
আমার মাঝেই লুকাচ্ছি,
যেখানে আমার অপারগতা ঢাকবো,
আমার কষ্ট মাথা মুখ সবার অচেনা লাগবে,
ব্যস্ততার মাঝে একাকিত্ততা পালাবে,
শত শত মাইল পথ চেখের আরালে হারাবে,
আমি এমন কোথায় পালাচ্ছি।


এটা এমন সত্য,
যা তুমি আমার থেকে লুকিয়েছ,
লুকাতে পারেছ কই?
সত্যতো আমার হাতের মুঠোয়,
আমিতো শুধু কবিনই,
বিরহের জালে ঢাকবো কবিতা,
সত্য উদ্ধার করার জ্ঞন ও জানা,
রক্ষনা বেক্ষন করার ক্ষমতাও  হাতে,
এক দিকে উকিল ও ঐতিহাসিক আমি,
আমার থেকে কি সত্য লুকাবে তুমি?
সব কিছু জানা মানতে ভয় দিচ্ছে তারা,
পালাচ্ছি তাই নই সত্য হারা।..........



উৎসর্গ ::::: সুশান্ত