অপেক্ষা আমার
আজ আর তোমার জন্য নয়,
আমার বিদায় বেলা এখন
তোমার থেকে নয়।


তুমি বিদায় নিয়েছতো বহু আগেই
শুধু বেচেছিলো তোমার স্মৃতি
আজ অপেক্ষা স্মৃতির ইতি টানার
আমার বিদায় নেয়ার।


তোমার থেকে বিদায় নিয়েছি
কে আছে আর আমার
এখন সময় প্রকৃতিকে বিদায় বলার
আমার অন্তিম কালের পথ চলার।


অপেক্ষা আজ শুধুই মৃত্যুর জন্য
তারা তারি এলেই আমি ধন্য।
দেহকে করে দাও শব
শব যাত্রায় থেকোনা নিরব।


আওয়াজ তুলো আমার প্রিয় সুরে
প্রিয় গান বাজুক শেষ যাত্রা কালে
সুরের তালে ঘুমাবো আমি
অন্তিম কালের ঘুম এলে।


নাহি আসুক অশ্রু তোমার
নাহি কাপুক মন
শব রুপে ঘুমাব আমি
অপেক্ষার শেষ হবে যখন।


তোমার জন্য রেখে যাবো
আমার আশীর্বাদ টুকু
ওপারেতে অপেক্ষা
তোমার জন্য শুধু।


আবার যদি আসি ফিরে
নতুন কোন রুপে
তোমার জন্য এক বুক ভালবাসা
আবারো রেখবো সে জনমে।


ভারি হচ্ছে পাপের বোঝা
দিন বাকি আর অল্প
মৃত্যুর জন্য অপেক্ষা আমার
এ নয় ছলনা নয়তো কোন গল্প।


শেষ হোক কষ্ট আমার
শেষ হোক অাক্ষেপ
পরজনমেও তোমার জন্যই
আমার শুধু অপেক্ষা ।