প্রাপ্তি
সেখ কামারুল ইসলাম


প্রাপ্তির হিসাব যে চা'বে দিও এভাবে তারে-
মেলে না কখনো রেলের দু'লাইন পরস্পরে।


হাজারো ট্রেন যে দিবারাতি যায় পার হয়ে
বুক পেতে থাকে দুইজনে, সবকিছু সয়ে।
না মানার নেই, কত-শত যাত্রী ছোটে
সকাল সন্ধ্যা রাত হয়, দিনের আলো ফোটে।


দুইজনে দাঁড়াইয়া দুই দিকে পরস্পরে
চেয়ে চেয়ে থাকে  কত নিতিকাল ধরে।
তারপর একদিন কাজ শেষে অবসর,
রেললাইন নয়তো হওয়া জীবনভর।


ফেরির আগের ব্যস্ততা এখন আর নাই।
একই অবয়বে পড়ে থেকে বয়ে বেড়ায়,
কত কি ঘটনার সাক্ষী, কত স্মৃতি অমর।
এখন শুধুই স্ক্র্যাপ, অন্তহীন অবসর।