আমার মাঝেই শক্তি আছে,
            আছে অপার সাধ্য।
চাইলে পরে আমার ঢাকেই
            বাজবে জয় বাদ্য।
হঠাৎ ঘুমে পড়লে ঢুলে
সেই কথা যাই হয়তো ভুলে,
তখন আমায় দেয় কে তুলে
            করতে প্রতিপাদ্য -
আমার মাঝেই শক্তি আছে,
            আছে অপার সাধ্য।


আমিই পারি ভাঙতে যত
            বাধার পাহাড় মস্ত
যাবার আগে দূর গগনের
            দীপ্ত রবি অস্ত।
কখনো ঝড় আসলে বেগে
আভা রবির ঢাকলে মেঘে
অমুলক এক শঙ্কা জেগে
            হব না সন্ত্রস্ত।
আমিই পারি ভাঙতে যত
            বাধার পাহাড় মস্ত।


মনের তমস ভাবনা যত
            করবই দূর আজকে।
এই মনোবল টলবে না ভাই,
            ভয় কী কঠিন কাজকে !
ভাসিয়ে দিতে অলসতা
ইচ্ছে-নদী খরস্রোতা,
জয় ক'রে সব দুর্বলতা
            পরব বীরের সাজকে।
মনের তমস ভাবনা যত
            দূর হয়ে যাক আজকে।
             - - - x - - -