সময় যেমন বদলাবেই
কবিতাও পথ পাবেই।


      ছন্দ থাকা বা না থাকাটা বোধহয় বড় কথা নয়। কিন্তু সাবলীল ছন্দ গাঁথতে পারার অক্ষমতা হয়তো দক্ষ কবি হয়ে উঠতে পারার পথে প্রশ্ন চিহ্ন হয়ে থেকেই যাবে। ছন্দ বর্জন করেও modern কবিতা লেখা যায় আবার সাধ্য থাকলে নিখুঁত ছন্দ  সহকারেও দুর্দান্ত modern কবিতা লেখা যায়। তার সাথে সুমধুর মিলের যথাযোগ্য উপস্থাপনারও একটা বিশেষ ভূমিকা আছে। প্রকৃত পক্ষে   দক্ষ বা ছন্দে পারদর্শী কবির কাছে ছন্দ কখনোই উৎকৃষ্ট বা আধুনিক কবিতা লেখার অন্তরায় নয়।
      আসলে আধুনিকতা চাই ভাবনায় বা প্রকাশ ভঙ্গিতে। কেবল মাত্র ছন্দ ভাঙায় বা মিল বর্জনেই সত্যিকারের আধুনিকতা ফুটে ওঠে না বোধহয়।
                  ~~~~~~~~~~