বয়স হয়ে যাক যা-ই    ষাট কিবা সত্তর
তাই নিয়ে অত বেশি ভাববে কে, ধোত্তর!
যত ভাবি, ভাবনার   শেষ ধাপ নেই তো।
সময় নষ্ট বিনা    কোনো লাভ নেই তো।
বরংচ অকারণে      হয়ে ওঠে মন ভার
হাতড়েও মেলে না তো কোনো সুখ সম্ভার।
যা আছে তা রয়েছেই   কপালে ভোগান্তি
প্রাধান্য দিলে তাকে     মিলবে কি শান্তি?
ছিলো যত স্মৃতি-সুখ    চিন্তা তা কাড়বে,
ভাবনার সাথে শুধু   বয়েস আরো বাড়বে।
বয়সের বোঝা-ভার     ক'রে তাই তুচ্ছ
আড্ডায় গানে সুরে      রব তুলি উচ্চ।
বয়সের সাথে সাথে  রোগ ব্যধি থাকবে।
আকাশটা মাঝে মাঝে আঁধারেও ঢাকবে।
তাই বলে ভুলব কি      জীবনের লক্ষ্য!
মাঝ পথে    বিচ্যুত     হব নাকি কক্ষ?
জীবন তো একটাই, পেয়েছি   কী ভাগ্য!
সুদীর্ঘ পথে চ'লে         হয়েছিও প্রাজ্ঞ।
তাল খুঁজে মিলে খুঁজে   ফিরবই ছন্দে,
জীবনের বাকি দিন    কাটাব আনন্দে।
             * * * * * * *
              🙋‍♂️🙋‍♀️✊️🙋‍♂️🙋‍♀️