এই যে হঠাৎ এমন চরম
মাত্রা ছাড়া পড়ল গরম
সবাই কাহিল, সবাই নরম তাই তো।
অথচ কী মিষ্টি রাগে
এই সেদিনও অল্প আগে
দোয়েল কোয়েল ফুলের বাগে গাইত।


কই সে মধুর স্নিগ্ধ হাওয়া!
যাচ্ছে না তার স্পর্শ পাওয়া,
গ্রীষ্ম তাকে করল ধাওয়া হায় রে;
পড়ল খ'সে সেই ফুলসাজ,
বিদায় নিল তাই ঋতুরাজ-
প্রবল তাপে প্রাণ বুঝি আজ যায় রে।
        
সবাই ক্রমে যাচ্ছে দ'মে
পাচ্ছে সাজা এই গরমে
ভুগছে প্রাণী, ধুঁকছে শ্যামল সৃষ্টি।
যতই শোনাই ছন্দ গ'ড়ে
চাইছে সবাই পরুক ঝ'রে
শীতল ধারায় প্রবল জোরে বৃষ্টি।
           ----------