ভুলেও নিজেকে জ্ঞানী গুণী কোনো
            বড় কবি মনে করি না।
ঘন শ্রাবণের ধারার মতোন
            মায়াবী ছন্দে ঝরি না।
পাঠক হৃদয় কেতকী গন্ধে ভরি না।


রবি সুকুমার নজরুল প'ড়ে
            কাব্য মহিমা বুঝেছি।
মাঝে মাঝে কিছু কথাকে সাজিয়ে
             ছন্দ সুধাটি খুঁজেছি।
হয়তো বা ফাঁকে একদুটি মিলও গুঁজেছি।


তা ব'লে মহৎ কবি যারা আছে
              আমি নহি সেই দলেতে।
লিখে ফেলে কিছু ভ্রমেও ভাবি না,
              জয়ের মালাটি গলেতে।
চাই শুধু ঠাঁই তাদেরই চরণ তলেতে।
           ------- x ------