রকম রকম কথার বাহার,
        নেই, তো নীরবতা।
সেই যে কথার বহর নিয়ে
         শোনাই দুচার কথা।
মিষ্টি কথা তিক্ত কথা
        রসের কথা মেলে,
বিপক্ষকে মাত করে কেউ
        কথার প্যাঁচে ফেলে।
নরম কথা গরম কথা
        চরম কথাও আছে।
ভাবের কথা মনের কথার
        মূল্য মনের কাছে।
ধাপ্পা দিতে কেউ নাকি খুব
        ঢপের কথা বলে।
কারুর কথা বিফলে যায়
        কারুর কথা ফলে।
কেউ বা শোনায় আশার কথা
        মোহন ভাষা দিয়ে।
কারবারি কেউ, কেনা বেচা
        করছে কথা নিয়ে।
কারুর মুখে বাঙাল কথা
       কারুর কথা ঘটি,
বাজার ভরা হাজার কথা
        কাজের কথা ক'টি?
নির্দেশিত বিশেষ কথা
        নট টু ডু  অর টু ডু।
অনেক কথাই  মনগড়া বা
        কথার কথা শুধু।
        ☆☆☆☆☆