ভোলো সংসারে যত খুঁটিনাটি,
    দাও ছুটি, দাও ছেড়ে।
কার কাছে তুমি জয়ী হতে চাও!
    কার কাছে যাবে হেরে?
নিত্য দিনের দুঃখ বা সুখে
     সত্যি কতটা ঢেউ লাগে বুকে!
অতশত নিয়ে বৃথা তাল ঠুকে
      কতটুকু নেবে কেড়ে?
কার কাছে তুমি জয়ী হতে চাও!
    কার কাছে যাবে হেরে?


সংসারে ছোট চাওয়া পাওয়া ভুলে
        সেজে পথভোলা সাজে
চোখ তুলে দেখো, কান পেতে শোনো
       কোন মহা ধ্বনি বাজে।
যত দাবি মনে   সব পিছে ফেলে
       নিভৃত মনের দলগুলি মেলে
নিমেষের তরে সেই স্বাদ পেলে
       মহাসুখ যাবে বেড়ে।
ভোলো সংসারে যত খুঁটিনাটি,
        দাও ছুটি, দাও ছেড়ে।