না-ই বা হলাম মঞ্চে উঁচু   দরের কবি,
সাধ যে আমার হই গো সবার ঘরের কবি।


চাই না হতে মস্ত   কথার ঝড়ের কবি
কিম্বা জ্ঞানের প্রাচীর তোলা গড়ের কবি।


ধূলায় মলিন,   হব নদীর চরের কবি।
পথে ঘাটের   নারী এবং নরের কবি।  


লাভ কী হয়ে আপন ছেড়ে পরের কবি!
কেবল কিছু গণ্য মান্য-বরের কবি।


কিম্বা হয়ে আকাশ ছোঁয়া স্তরের কবি!
কথার ভারে   খোকা খুকুর ডরের কবি।


চাই যে হতে সবারই নির্ভরের কবি
দুঃখে সুখে সঙ্গী,  মনের ঘরের কবি।
           --------------