সাহেবেরা কোট পরে,  বই পড়ে খোকারা,
কত কে-ই চুরি করে,  ধরা পরে বোকারা।
অকালেও ডাক পড়ে! টাক পরে মাথাতে।
কত যে সেলাই পড়ে  হাতে গড়া কাঁথাতে!
বর্ষায় বাজ পড়ে,       ভাঁজ পড়ে ললাটে ;
চন্দন ফুলও পড়ে,      ধুলো পড়ে মলাটে।
ধীরে ধীরে রাগ পড়ে, বাঘ পড়ে পালেতে।
ঐ শোনো ঠাস ক'রে    পড়ে চড় গালেতে।
আরো পড়ে কত কিছু! লাশ পড়ে পথেতে।
ফাঁস পরে গলে কারো, নুন পড়ে ক্ষতেতে।
কেউ কেউ ফাঁদে পড়ে   নিমেষের ভুলেতে।
কত কে কলপ পরে পেকে যাওয়া চুলেতে।
আকাশ কাঁপানো ঝড়ে গাছ পড়ে সজোরে,
কেউ মনে ভেঙে পড়ে,  পড়ে না তা নজরে।       
              ------- x ------
                   ♥️ 🔹️ ♥️