এতকাল ধ'রে যা লিখেছি টুকিটাকি -
বহু ফাঁক তাতে, তার সাথে সাথে
       সাধনায়ও জানি
               ছিল বহুতর ফাঁকি।
যথা কারণেই
        উঠিনি তেমন বড়োসড়ো কবি হয়ে।
যায়নি কবিতা   পাতায় পাতায় রয়ে।
খাপছাড়াভাবে আনমনে নানা
            এলোমেলো ছবি এঁকে
            আড়ালেই গেছি থেকে।
এমনি করেই সময়ের সাথে সাথে
শ্রান্ত হয়েছে পুরনো লেখনী,
            নেই রাঙা কালি তাতে।
তবুও যখন দেখি -
কেউ বলে, দাদা লেখা চাই আরো,
             চলছে তো লেখালেখি!
কী যেন পুলকে ওঠে যে হৃদয় দুলে,
দেখে পাঠকেরা যায়নি এখনো ভুলে।
ভাবি, নেচে উঠি আবার লেখনী ধ'রে -
কেন যে গাঁথিনি, ভাবি এতকাল  
           ছন্দটি আরো যত্নে, সাধনা ক'রে!
           -------- x -------