পথে ঘাটে সরণীতে-
কেউ ডেকে বলে
     ছন্দে দু'কলি কবিতা শুনিয়ে দিতে।
হঠাৎ ক'রেই
     সম্মুখে দেখা পেয়ে,
কথা ছলে বলে
     হয়তো কিছুটা সময় কাটাতে চেয়ে।
আমি ঝোঁকে প'ড়ে ছন্দেতে উঁচু নিচু
কবিতা বা ছড়া
      যা হোক শোনাই কিছু।
ছন্দে দু'কলি শুনে আড্ডার ছলে -
ফুটিয়ে হাসিটি      
     মুখে বেশ, বেশ, বলে।
হঠাৎই পথের মাঝে -
যা পারি শুনিয়ে আমিও এগোই কাজে।


বড় কবি নই, কবিতা লিখি না দমে,
মঞ্চে উঠি না বড় জন-সমাগমে।
আমার রচিত কাব্যে সাজানো ডালি
শুনে কি জনতা দেবে জোরে হাত তালি?
আমার কবিতা পথে ঘাটে বাসে ট্রেনে
দুই পাঁচ জনে কখনো শুনে বা জেনে
নিমেষের তরে খুশি হয় যতখানি
প্রাপ্তি আমার সেটুকুই   লিখে জানি।
নেই সে সুনাম, নই বিখ্যাত দামী,
এটুকুর চেয়ে আরো বেশি তাই
     আশাও করি না আমি।
               ----------