হয়ে গেছি কবে  ষাট পার,
নেই যেন মেধার  সে ধার।
নেমে তাই কোনো কাজে
         কুণ্ঠায় দ্বিধা লাজে
সময়ের কাছে মানি হার।
ষাটের সীমাকে ক'রে পার।


ধরা প'ড়ে যায় বারে বার
আগের সে তেজ নেই আর।
দুই পা এগিয়ে পরে
       আসি যে পিছিয়ে ঘরে
অল্পেই    বড় বেশি ভার।
পাই না সে উৎসাহ আর।


লেখনীও নাড়ে শুধু ঘাড়,
বলে, সাধ বৃথাই লেখার।
এমন কি ফাল্গুনে
        ছন্দের তাল গুণে
মেলাতেও    মানে যেন হার।
ভাষা ও ভাবের হাহাকার।


তবুও স্বভাবে   বার বার
ছুটে যাই কাছে কবিতার।
ভাব যদি কিছু এলো
        ভাষা হয় এলোমেলো,
দুকলি সাজাতে দিন পার।
প্রেমিক    তবুও কবিতার।
             ✍✍