কবির বয়স পেরিয়ে গেছে দেড়শ বছর পুরো,
সেই যে কবি রবীন্দ্রনাথ তবুও নয় বুড়ো।
প্রশ্নটি তার, সোম মঙ্গল কেনই আসে ধেয়ে
তাড়া কেন বেশি এদের রবিবারের চেয়ে?
চিরকালই শিশুর মতো নজর ছুটির পানে
শরৎ কালের পূজার ছুটি তাই তো তাকে টানে।
চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটে নবীন প্রাতে
ইচ্ছে ভারি লুকোচুরি খেলতে মায়ের সাথে।
বাদলা হাওয়ায় মন যে ব্যাকুল ছেলেবেলার গানে
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ভাসবে নদী বানে।
দাদা হবার বাসনা খুব সারাটি মন জুড়ে,
মাকে নিয়ে বীরের বেশে আসা বিদেশ ঘুরে।
কখন সেজে দূরদেশী এক সেই যে রাখাল ছেলে
বটের ছায়ায় সারা বেলা গান গেয়ে যায় খেলে।
তবুও তার ফুরায় না সাধ, যতই পাকুক দাড়ি।
সবার কবি, সবপেয়েছির দেশে-ই তার বাড়ি।
               ------------------
                       👌🥀👌