বিদ্বজনের কবি হওয়া নয়কো আদৌ সোজা,
ছোট্ট মাথায় বইতে যে হয় অনেক জ্ঞানের বোঝা।
জানতেও হয় কাব্যকলার জটিল খুটিনাটি,
উঁচু দরের লিখতে হলে অনেক খাটাখাটি।
বড় মাপের কবিরা সব গেলেন লিখে কত।
কঠিন বড়   নতুন কিছু লেখা তাদের মতো।
তাই ছেড়েছি বিজ্ঞ জনের কবি হওয়ার আশা।
আমার গাঁথা ছন্দ ছড়ায়  সহজ সরল ভাষা।
থাকে না সেই লেখায় কোনো নিহিত ভাব গোঁজা।
কথায় কথায় নিত্য কেবল ছন্দ ও মিল খোঁজা।
বিশিষ্টদের দরবারে কদর কি তার আছে?
মূল্য তা পায় পথে ঘাটের সাধারণের কাছে।
               -------------------
                         🙏🙏