লিখব ব'লে কলম ধরি
অন্তরে সাধ ছন্দ গড়ি,
কিন্তু কোথায় সেই লহরী জাগছে?
হয়তো গেঁথে দুচার কলি
নতুন কথা আর কী বলি !
সেই তো একই স্বাদ সকলি লাগছে।
অথচ যেই নয়ন মেলি
বাহির পানে দুই পা ফেলি
পাখির কূজন, তাদের কেলির দৃশ্য -
দেয় যে ধরা নতুন ক'রে,
নিত্য দেখি পড়ছে ঝ'রে
নতুন খুশি, দেয় যা ভ'রে বিশ্ব।
একটু আরো তাকাই যদি,
পাহাড় থেকে ঝরনা নদী
কোন্ খুশিতে নিরবধি বইছে।
আকাশ জানে বাতাস জানে
কোন্ কথা বা কী তার মানে
লতার কানে পাতার কানে কইছে।
ক্ষুদ্র আমার এই লেখনী
শুনতে না পায়, সেই যে ধ্বনি
ব'সে কেবল প্রহর গণি তাইতো।
থাকলেও সাধ,   এই সাধনায়
সেথায় কি আর পৌঁছানো যায় !
স্বপ্নে যেথায় নিত্য যেতে চাই তো।
            🙏🙏🙏🙏