এ সংসারে এক কিনারে শুধুই বেঁচে আছি
লাভ কী তাতে! বাঁচলে যেন সৃষ্টি সুখে বাঁচি।
শিল্প ভেবে যে কাজ ধরি
                        যেন তাকে যত্নে গড়ি
কুসুম যেন চয়ন করি গাঁথতে মালা গাছি।
এ সংসারে বাঁচলে যেন     সৃষ্টি সুখে বাঁচি।


আরাম আয়েশ করব কেবল, তাই কি এলাম ভবে!
নিষ্ফলা এই জীবনটাকে ধিক শত ধিক তবে।
কাউকে যদি আমার বাণী
                         তৃপ্ত করে একটুখানি
তবেই জীবন ধন্য মানি, ছন্দ দোলায় নাচি।
এ সংসারে বাঁচলে যেন    সৃষ্টি সুখেই বাঁচি।
            --------- x --------