শীত পড়েছে জাঁকিয়ে তাই
     সব যেন তেজ হীন,
একটু বেলা বাড়লে এখন
     রোদ পোহাবার দিন।
কামড় দেওয়া ঠান্ডা এমন
      হয়তো কমই হয়,
ডান্ডা হাতে দেখায় সবল
      ষণ্ডাকেও ভয়।
শীতের ঠেলায় রাতের বেলায়
      লেপ কম্বল চাই।
সন্ধ্যা এলেই সক্কলে নেয়
       ঘরের কোণে ঠাঁই।


প্রবল শীতে তৃপ্তি দিতে
       করেনি ভাই ভুল
সূর্যমুখী মল্লিকা আর
         গোলাপ গাঁদা ফুল।
যতই পড়ুক ঠান্ডা তবু
         সুযোগ বুঝে ঠিক
শীত যে ডাকে ছুটির ফাঁকে
         জমাতে পিকনিক।
   -------- x --------