আমি   বাংলাদেশ,
আমি   আঠার কোটি জনতার নীড়
আমি   বাংলাদেশ,
আমি  কখনো শান্ত, ক্লান্ত, কখনো নয় স্হির


আমি  ত্রিশ লাখ শহীদের রক্তে কেনা ভুমি
আমি  লাখো মায়ের ইজ্জতে পাওয়া জমি
আমি আনি পুর্নিমা আনি শিশির বেজা রাত
আমি মিষ্টি রোদে জেগে উঠা বসন্ত প্রবাত


আমি  রক্তের শ্রুতে বেসে যাওয়া বির
আমি   আঠার কোটি প্রাণের নীড়


আমি বসন্তে সর্গ, নবান্নের উৎসব মেলা
আমি বিজয় ধ্বনিতে মেতে করি খেলা
আমি কালো রাতে হারিয়ে যাওয়া হাজার প্রাণের মা
আমি আমার বুকে জন্ম দেই  লাখ বীর রিমা
আমি মানিনা কোনো শাষন ত্রাসন হক সে ভয়ানক দিল্লি
আমি আমাকে সাজাতে চাই না আমেরিকা,পল্লি
আমি আমার শবুজের বুকে রক্তের লাল ছাপ
আমি আমার আইনে আবিচল, দাদাদের অ  নেই  মাপ
আজ  আবার আমায় করিওনা তোরা বাধ্য
সেই পুরনো সাধন করিতে আবার সাধ্য


আমি ভুরে উঠা দোয়েল কোয়েল ময়না শালিক টিয়া
আমি আঁধার,আলো,আমি মুজিব
উসমানি,জিয়া,


আমি বঙ্গবছায়ায় রঙ ছরাই অহরহ বেশ
আমি ধরার উজ্জ্বল ধিকা, স্বাধীন বাংলাদেশ,।