অজয় নদের দুরে-
     আছে দুখুর গ্রাম
বাংলা যার শেষ প্রান্ত
চুরুলিয়া তার নাম ।
আজও পড়ে অনাদরে
কবির জন্ম মাটি
যে মাটিরে বলেছে কবি -
সোনার চেয়েও খাঁটি ।
আছে হেথা মন্দির- মসজিদ
আছে পাঠশালা
আছে সেই মাঠ, আছে পথ ঘাট
যেথা কেটেছে, দুখুর ছোটবেলা ।
দেবার মতো দিই নাই মোরা
নতুন ক’রে কিছু
অবহেলায় পড়ে তাই  
হয়েছে সবার পিছু ।
বাংলা মায়ের দামাল ছেলে
গ্রামের দুখু মিঞা
বিদ্রোহী বীর, উন্নত শির-
কেন নত শিরে;  তোমার চুরুলিয়া ?
নত শিরে কি থাকবে সদা
দুখীনি তোমার গ্রাম
বিশ্ব মাঝারে পাবে না সে- কি
এত  টুকু সম্মান ।
বাংলাদেশের জাতীয় কবি-
তুমি ভারতের সন্তান
তবু কেন আজ হেলায় পড়ে
তোমার জন্মস্থান ।