একটি গাছ একটি প্রাণ,
একথা জানি  প্রতি জনে ।
গাছ লাগিয়ে তা প্রমান,
ক’রে কত জনে ।
প্রতি জন্মদিনে যদি
গাছ লাগাও তুমি ।
মায়ের মতো খুশি হবে
মোদের জন্ম ভুমি ।
জন্ম দিনে এই উপহার
করো  যদি দান ।
পৃথিবি হবে মোদের কাছে
স্বর্গের সমান ।
জনে জনে গাছ লাগাও
করো  বনের সৃজন ।
গাছ ছাড়া এ জগতে কেহ,
নহে  প্রিয় জন ।
এরা দেবে নব জন্ম
মোদের, দেবে নব প্রাণ ।
দেবে আলো দেবে বায়ু
মোদের করবে পরিত্রাণ ।