প্রিয় কবি হুমায়ুন
আমাদের গ্রামের সবাই নজরূলের নিজের লোক,  তবে তাঁর বাড়ির লোক বলতে তাঁর (কবির)দাদার ছেলেরা থাকেন।
তাঁর (কবির)দাদার তিন ছেলে, বড় ছেলের নাম কাজি রেজাউল করিম, মেজ ছেলের নাম কাজি মোজাহার হোসেন (সাধারন সমপাদক চুরুলিয়া নজরুল একাদেমি) এবং ছোট ছেলের নাম কাজি আলিরেজা, এবং তাদের ছেলে মেয়েরা থাকেন । নজরূলের বাড়ির জায়গায় আমাদের সরকার একটা পাকা বাড়ি তৈরী করেছেন।
অনেক কিছু আশা করেছিলাম আমরা (গ্রাম বাসিরা) কিনতু সেই রকম কিছু পাই নাই । তাই ক্ষোপে আমি একটি কবিতা লিখেছি (দুখিনী দুখুর গ্রাম) অবশ্যই পড়বেন।
বতমান বাড়ির ফোটো অবশ্যই পাঠাব
নমসকার নেবেন