গরিব দেশের রাজনীতির পথ
গরিব দেশের মাথা ।
গরিব, নেতার মুখের বাণী
গরিব আয়ের খাতা ।
গরিব কে নিয়ে রাজা ক রে নীতি
গরিব কে নিয়ে  রাজভবন ।
গরিব সে তো গরিব ই থাকে,
যাদের দুঃখে কাটে জীবন ।
কবি, গরিব কে নিয়ে লিখে কবিতা
বাউল গায় গরিবের গান ।
এতেই  গরিবের  বাড়ে গরিমা
তাদের; এতেই বাড়ে মান ।
রাজা মোদের  গরিব দরদি
গরিবের কথা বলে ।
মন্ত্রী মশাই পথের কাঁটা
নাই গরিবের দলে ।
যার কেঊ নাই তার আছে ভগবান ,
এটাই সত্য কথা ।
তবে গরিবের জীবনে দুঃখ কেন ?
তাদের পাশে , থাকে না কেন খোদা