ঠেলাওয়ালা যায় ঠেলা নিয়ে
থাকে পাওডার চুড়ি ।
দহি লে-লো বলে দইওয়ালা
ফেরে বাড়ি বাড়ি ।।
ডিমওয়ালা যায় সাইকেলে চড়ে
আণ্ডা লো বলে হাঁকায় ।
তারই পেছনে ঝাড়ুওয়ালা  
বোঝায় থাকে ঝাঁটায় ।।
কাম হ্যায় বলে ডাকে কেও
আবার, বলে কেও মুচিকাম ।
দুপুর বেলায় আসে নিয়ে মাথায়
কলা-পাকা আর আম ।।
প্যাঁক প্যাঁক বাঁশির শব্দে আমি-
ঘুম থেকে যেই উঠি ।
বাক্সায় করে নিয়ে আসে ভরে
বেকারি ভাই পাউরুটি ।।
রবিদেব উঠার আগেই দেখি-
উঠেছে সবজিওয়ালা ।
সবজি তার থাকে না কিছু
থাকে শাকের মেলা ।।
সারাদিন চলে হাঁকডাকের পালা
সারাদিন ঘোরাঘুরি ।
যে যার জিনিষ নিয়ে রাস্তায়
ক’রে দিনভর ফেরি ।।
আসে কখনও কুলপির ঠেলা-
মিষ্টি গানের সুর,  
আসে ছেলে বাইরে ছুটে
আনন্দে ভরপুর ।।
জানালার ধারে বসে থেকে আমি
দেখি মজার রঙ্গ ।
একই রাস্তায় ফেরি করে সবাই,
তাদের নাই তো কোন দ্বন্দ্ব ।।