কেন একাকিনী ওগো জননী
দাড়িয়ে আছ নদী তীরে ।
কাঁদিলে কি আর আসিবে
তোমার সন্তান বাড়ি ফিরে ।।
আঁখি জল তোমার লইবে টানিয়া
এই বিশাল বালুকা রাশি ।
মা বলিয়া ডাকিবে না আর,
তব সন্তান ফিরে আসি ।।
সন্তান হারা মায়ের বেদনা
বালু কনা কি বুঝিতে পারে?
সন্তান থাকিলে বুঝিত তারা, তার-
হারানোর জ্বালা হাড়ে হাড়ে ।।
“কভু আসেনা আর ফিরে,
যে যায় জীবনের পারে”।
কে বোঝাবে মায়েরে গিয়ে
এই নির্মম সত্যটারে ।।
ও গো জননী, দিয়েছিলে যবে
এক নিষ্পাপ শিশুর জনম ।
কত না ক্লেশ পেয়েছিলে তুমি,
বোঝে না কেন শমন ।।
সন্তান হারা মায়ের হৃদয়ে
জমে থাকে শত ব্যথা ।
মা-ডাক তার অমৃত সমান,
বিধাতা বোঝেনা এ কথা ।।