দিন ক্ষয়ে গেছে প্রিয়
জোর হারিয়েছে মন
এখন ক্লান্তি, আর অলস যাপন
মাঝে মাঝে অন্যমনা,
সেই গভীর চোখ, স্নিগধ সময়
আর বাতাসের তালে দুলতে থাকা কথা
বার বার হারিয়ে ফিরে আসা
ফিরে গিয়ে ভেসে থাকা
ভাসতে ভাসতে সমুদ্রে, উঠে এসে সিঁড়ি
উঠতে উঠতে ভয়, ভয়ের মাঝেই রাত
রাতের পর সকাল আর হলো কই,
যেটুকু হয়েছে তার পুরোটা জুড়ে আলস্য
এক পায়ে নীলডাউন, আর এক পায়ে জোয়াল