আমার চিবুকে অগ্নি স্পর্শ করে আমাকে জ্বলিয়েছ যতবার
ততবার ই বিশাল উল্কাপিণ্ডের মতো তোমাদের পৃথিবীতে
ছুটে যাবার ইচ্ছে জাগে,  ছুঁচোর মতো নিরীহ মুখগুলো
আমার পথ আটকায়, দুর্গন্ধে চৈতন্য হয়
ছাই হয়ে বাসনার ওপর গলে পড়ি।
আস্তিনে রাখি মৃত ঘুঘু,  দু চারটে ভালোবাসার শপথ
চোখের সামনে খোলা পথ- ডান বাম মুমূর্ষু স্বদেশ
আমার ভিখিরি হতে বাধা নেই অথবা স্তাবক
যেভাবে গল্পের খোঁজে মায়াবী হরিণ সাজিয়েছে অন্য ইতিহাস
সেভাবেই মুখপোড়া বান্দরের লাল জিভের মতো লজ্জায় ঢাকবে আকাশ।
যে আকাশে অভিমান পিছলে যায়, চিলেরা উধাও
সেখানেই ধূলিকণা হয়ে ভেসে বেড়ানো নিশ্চিন্ত নিয়তি।