দুটি বুকের মাঝখানে অনন্ত আবির
নাভির ওপর ঈষৎ উন্মুক্ত কিশলয়
ঠোঁটের কোণে টলটলে বিষাদ
কাকে চুমু খায় কে জানে...


শাড়িতে পলাশ ফুটলে আমি চেয়ে থাকি
পাশের শিমুল গাছগুলিও
                 ফুল ঝরায় তুলোর অপেক্ষায়


এখানে বসন্ত আসে রোজ
এখানে আলোর চেয়ে কৌতূহল গতিশীল
এখানে উধাও দিনের স্বরলিপি


তরমুজও এখানে আলতা হতে চায়।