রোজ সকালে গল্প বলে এই তো শুরু লড়াই
মুহূর্তটা ই বাঁচবে বলে বিগতকেই বিদায়
নিজের কাছে ফিরবে  বলে আয়না মহল দামি
স্বভাবটাকে শিকেয় তুলে স্বাধীন হবে তুমি


ফুল ছড়ানো পথেই না হয় কালো রাত্রি আসে
কাঁটার মুকুট পরবে দিনে  দারুন ভালোবেসে
হচ্ছে হবে ভালোই তবে  সময় নেবে দায়
স্রোতের মুখের সওয়ার তুমি নদী বিশালকায়
...