রোদ খুলে উত্তরে এসেছে মায়া
চাদরে জড়িয়েছে শামুক
স্তুতির মাথায় গোলাপ চড়েনি বলে
দমাদ্দম নুন মেখেছে রাক্ষুসী জোঁক
ভূর্ভুবঃ মেলে ধরেছে তার যত্নের শরীর
কামনায় পাক ধরেনি তাই
যৌনগন্ধী পোকার তান্ডবে রি রি করছে বাতাস
ধ্বনিময় বিরূপাক্ষ ধমনীতে ছুটছে
ইনকিলাব, বন্দে মাতরম অথবা অমুক কি জয়!


ভেজা কণ্ঠের আদূরে আঘাতে মাঝে মাঝে
ফুলে ওঠে রাষ্ট্রীয় অন্ডকোষ
সন্ততির আঘাতে চুরমার হতে হতে ভাবে
মায়ায় অন্ধ শামুকের কোনো দেশ হয় না...