ইতিহাসের বাকি পাতাগুলোও ইঁদুরে খেলে
দোষ নিও না ঠাকুর
তোকে ফুলদানি করার সখ আমার বহুদিনের
মঙ্গল জলে পুরোনো ফুল, শুকনো পাতা
ঘর ভরাবে একটা নির্জীব মাদক


ধর্মের রকে রকে ধুলো ঝাড়া নৈমিত্তিক হলেও
আমার বাস রাস্তার সামনের জানলা থাকবে খোলা
দেখা যাবে জনতার চোখে মুখে পাঁক
মুখ থুবড়ে পড়ে থাকা- জীবে প্রেম করে যেই জন...


এসো জীব প্রেম করি- দুপায়ে সেবিব ঈশ্বর