মহামায়া মহাকায় মেদিনী মোদের
মাতৃভূমি মাতৃদুগ্ধ মহাপ্রাণ মাই,
মহীয়সী মহাত্মা মা মহিমা মায়ের
মুখরিত মাতৃভাষা মাখন মিঠাই।।
মাতৃদেহ মহব্বত মায়ের মাসুল
মার্জনা মাগনে মাতা মুরারি মিনতি,
মা'র মধুর মমতা মিলেনা মাতুল
মানসিক মোকাবিলা মস্ত মেহনতি।।
মহামতি মর্মভেদী মোগো মাতবরি
মোরা মাতৃকা মায়ের মাকাল মানিক,
মনে মানে মহামূর্খ মাতাল মাৎসরী
মলিন মনে মুখর মোরা মর্মান্তিক।।
মমতাময়ী মঞ্জিল মায়ের মাধুর্য
মনের মতন মাগো মধুর মৌখর্য।।


কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য
***শেক্সপীয়ার সনেটঃ
অষ্টক+ষষ্টকঃ কখকখ:গঘগঘ::ঙচঙচছছ
১৫/০৫/ ২০০৬ ইং, রংপুর।
বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যের প্রথম টটোগ্রাম (ম-বর্ণের) সনেট।