ফেব্রুয়ারির একুশ তারিখ সবার চেনাজানা,
তাই-তো সব বাঙালিরা করে আনাগোনা।
অমর একুশে নবীন বেশে
সাজিয়া রঙ্গিন ফুলে ফুলে,
সকলে জোটে সুখের হরষে।
একুশ তোমার, একুশ আমার,
একুশ কি কেবল বাংলার?
না'রে ভাই না, একুশ শুধু বাংলার না।
তোমার একুশ, আমার একুশ,
একুশ আজকে সারা বিশ্বের।
তাই-তো একুশ চির অমর
জানে সবাই এটাই খবর।
প্রত্যুষে প্রভাত ফেরি
সকল বাঁধা-বিঘ্ন হেরি,
কেবা আপন কেবা অচিন
দেশের নবীন দেশের প্রাচীন,
সবাই পরম শ্রদ্ধা ভরে শহীদ মিনারে।
আপন কন্ঠস্বরে অনুনাদিত সমীরণে,
মুখরিত "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো" গানে,
সবাই ছোটে প্রভাত ফেরির পানে।
সেদিনের কথা,আছে প্রাণে গাঁথা,
মর্মে মর্মে ওঠে সবার অন্তরে ব্যথা।
বিন্দু বিন্দু রক্তকনা বয়ে ছোট নদী,
পয়সা নয়, কড়ি নয়, প্রাণের প্রদীপ বাতি।
শহীদ হল রফিক জব্বার বরকত,
সালাম সফিউর আরো কত কুদরত!


*** "অন্তকীর্তি " কাব্যগ্রন্থের অন্তর্গত।
কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য