অতীতের চেতনা সদা দাও তাড়না
যখনি থাকি একা তুমি হও সূচনা।
দুঃখ ব্যথা উল্লাসে কর্ম ক্লান্তির প্রাণ
ব্যতি ব্যস্ত সদা দু'আঁখি সম্মুখ পান।
অগ্রগামী নিত্য নতুন জীবন যান
সময়ের দাবি সভ্যতারে গতি দান।
অজান্তে অতীত তুমি চল বহুদূর
পাচকের মত কাল কর মতিচূর।
আমি চলেছি একা কালের স্রোতে ভেসে
ঠিক যেন আপন ভোলা মাঝির বেশে।
অতীত তুমি বালু হয়ে জমেছ তটে
ধীরে ধীরে কণা রূপ বালুচর রটে।
কাল স্রোতে অতীত চলছ গোপন
বালুচরে সাজা তোমারি সবুজ বন।
কিছু দুঃখ-কষ্ট, কিছু সুখের প্রেরণা
অতীতে  মিশে গোপনে স্মৃতির তাড়না।
ক্রমে ক্রমে হয়ে বড় ফেল বালুচর
কখনো উত্তপ্ত বালু, রসে দুগ্ধ সর।
কাল স্রোতে জীবন চলে সুখে-দুঃখে
শুকনো চর ফেললে জীবনের বুকে।
কখনো হসি-কাঁদি তোমারি কথা ভেবে
জানিনা কবে তুমি বসেছ বুক চেপে।
এই ভাবে অতীত তুমি জীবনে মিশে
নীলা খেলা কর প্রাণ যতক্ষণ শ্বাসে।


***
"অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত।
কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য