বিদায় তুমি নাও বা'না নাও
সময় তোমায় দিয়ে দেবে,
ঘুমিয়ে থাকো কিংবা তুমি জেগে
বিদায় দিয়েছে তোমায় আগে।
তাকাও যদি তুমি পেছন ফিরে
শৈশব কৈশোর বেয়ে যৌবন,
কতকাল কতকিছু ফেলেছ পেছন
বিদায় না নিলে হেতায় এলে কখন।
মায়ার পরশ ঘেরা প্রীতির জীবন
শত বন্ধন কত সুখের নীড়!
বিদায় ঘনিলে হয়ে যায় চির
সময়ের দায় বিধান বিধির।
মহাকাল-স্বজন-প্রীতি অপেক্ষায়
স্বাগত-শুভেচ্ছা উত্থান-পতন,
বিদায় বেদনা নিত্য যখন তখন
মন না চায় তবুও কালের মতন।


★★★ "অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত।
কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য